বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষা-২০২০ এর ফলাফলে বরাবরের মত এবারও ইউসেপস হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, ইউসেপ সিলেট রিজিওন, বটেশ্বর, খাদিমনগর, সিলেট তার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সুবিধাবঞ্ছিত শিশুরা এবারও তাদের মেধার প্রকাশ ঘটিয়েছে।
এ বছর ৫৫ জন শিক্ষার্থী এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে ৪৪ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছে। বাকি ১১ জন ‘এ’ বিভাগে উত্তীর্ণ হয়।
ইউসেপ শিক্ষকদের নিবিড় পরিচর্যা, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং দক্ষ ব্যবস্থাপনা দেশ সেরা ফলাফলের এই সাফল্য অর্জনে ভুমিকা রেখেছে।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে করোনা দুর্যোগকালীন সময়ে সাফল্যজনক এই
ফলাফল অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে।