নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
সৃজনশীল প্রকাশনায় নিরলস অবদান রেখে পঁচিশ বছরে পা রেখেছে সিলেটভিত্তিক খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাণ্ডুলিপি প্রকাশন’। এ উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল ২০২৫) হবিগঞ্জের বদিউজ্জামান খান রোডে অবস্থিত মোগল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাহিত্য-আড্ডা, যুক্তরাজ্যপ্রবাসী কবি গুলশান আরা রুবীর প্রকাশিত গ্রন্থসমূহের পাঠ-আলোচনা এবং গুণিজন সম্মাননা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল। সঞ্চালনায় ছিলেন সাহিত্যকর্মী আবু জাফর মোহাম্মদ সালেহ।
বক্তারা বলেন, দুই যুগের সাহিত্যযাত্রায় পাণ্ডুলিপি প্রকাশন দেশ-বিদেশের লেখক, গবেষক ও পাঠকদের আস্থার জায়গা হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটি প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, উপন্যাস, শিশু-সাহিত্য, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি, নাটক, সায়েন্স ফিকশন, রম্যরচনা, ছড়া-কবিতা, গল্পসহ নানামুখী সাহিত্যের বই প্রকাশ করে চলেছে। বাংলা, ইংরেজি, আরবি এবং ঐতিহ্যবাহী নাগরী লিপিতে গ্রন্থ প্রকাশ করে প্রতিষ্ঠানটি সাহিত্য-সংস্কৃতির এক গৌরবময় ধারক হয়ে উঠেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ, সমাজসেবী এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাহিত্যিক সালেহ আহমদ, প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবী সিরাজ আহমদ, গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, ক্বারী কামরুল হুদা, কবি জাহানারা জায়গীরদার, সৈয়দা হাসনা আক্তার, বাছিত ইবনে হাবীব, শাহাদাত আলিম, নাজমুল আনসারী, এডভোকেট আব্দুল মুকিত অপি ও নাগরী গবেষক মফিক মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মিজানুর রহমান। এরপর কবি গুলশান আরা রুবীর সাহিত্যকর্ম নিয়ে পাঠ-আলোচনায় অংশ নেন সাহিত্যিক ও সাংবাদিক জালাল জয়, জেনারুল ইসলাম, আল-আমিন সালমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “প্রবাসজীবনের অভিজ্ঞতা ও গভীর জীবনবোধের সম্মিলনে কবি গুলশান আরা রুবীর সাহিত্যভুবন সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তাঁর কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গান—সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ শিল্পসাক্ষর।”
অনুষ্ঠানে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশের ১৬ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—প্রিন্সিপাল কবি কালাম আজাদ, কবি গুলশান আরা রুবী, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সালেহ আহমদ, বেলাল আহমদ চৌধুরী, সৈয়দ কামাল আহমদ বাবু, ক্বারী কামরুল হুদা, জাহানারা জায়গীরদার, সৈয়দা হাসনা আক্তার, বাছিত ইবনে হাবীব, নাজমুল আনসারী, এডভোকেট আব্দুল মুকিত অপি, মফিক মোহাম্মদ, জীবন কৃষ্ণ সরকার, সাংবাদিক আল-আমিন সালমান এবং আবু জাফর মোহাম্মদ সালেহ।
আয়োজনটি সাহিত্য, সমাজ ও সংস্কৃতির এক উজ্জ্বল সম্মিলন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারী অতিথিবৃন্দ।