শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় ইতিহাস গড়লেন নয়ন: পরপর দ্বিতীয়বার জেলা কাউন্সিলর নির্বাচিত




নিজস্ব প্রতিবেদক:

অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাহমুদুর রহমান (নয়ন)। সদ্যসমাপ্ত ভিয়েনা রাজ্য ও সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ২৩ নম্বর ডিস্ট্রিক্ট (Liesing) থেকে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP)-এর জেলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে ভিয়েনার ২৩ নম্বর ডিস্ট্রিক্টে নয়ন বিপুল ভোটে জয়লাভ করেন। উল্লেখ্য, এই নির্বাচনে পুরো ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি (SPÖ) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও, ২৩ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ÖVP-এর সাতজন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, যার মধ্যে মাহমুদুর রহমান অন্যতম।

মাহমুদুর রহমান নয়ন প্রথমবার জেলা কাউন্সিলর নির্বাচিত হন ২০২০ সালের নির্বাচনে। মাত্র ৩০ বছর বয়সেই অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

রাজনীতিতে নয়নের যাত্রা শুরু ছাত্র রাজনীতি দিয়ে। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে তিনি অস্ট্রিয়ার হায়ার টেকনিক্যাল কলেজ থেকে সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন, যেখানে তিনি প্রায় ১.১ মিলিয়ন শিক্ষার্থীর নেতৃত্ব দিয়েছেন।

নয়নের শিকড় বাংলাদেশের ভোলা জেলার লালমোহন উপজেলায়। তার বাবা মাহবুবুর রহমান অস্ট্রিয়ায় দীর্ঘ চার দশক ধরে বসবাস করছেন এবং একজন সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব। তিনি ইউরো বাংলা টাইমস-এর এডিটর ইন চীফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা।

নির্বাচনে জয়লাভের পর মাহমুদুর রহমান নয়ন বলেন- “২৩ নম্বর ডিস্ট্রিক্টে বসবাসরত বাংলাদেশি-অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই জয় পুরো কমিউনিটির জয়।”

অস্ট্রিয়ায় বাংলাদেশিদের অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। মেধা, যোগ্যতা ও নেতৃত্বের গুণে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ নিজ অবস্থানে সমাদৃত হচ্ছেন। মাহমুদুর রহমান নয়নের মতো তরুণ রাজনীতিবিদরা সেটিরই উজ্জ্বল উদাহরণ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: