এম শহিদুজ্জামান চৌধুরী (পর্তুগাল থেকে):
নবীগঞ্জ উপজেলার কসবায় ব্রিটেন প্রবাসী ক্রীড়ারাগী আব্দুর রব ময়না কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিবিয়ানা স্পোর্টিং ক্লাব কর্তৃক সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ বিজয়ী খেলোয়াড় সহ এলাকার বিশিষ্ট গুণীজনদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত তিন মার্চ শুক্রবার ব্রিটেন প্রবাসী সমাজসেবক ইয়াজুদ উদ্দিন জিয়াদু’র সভাপতিত্বে শাহ লিমন এর পরিচালনায় কসবা স্কুল মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরুস্কার বিতরণী ও সম্মাননা প্রদান করা হয়। এতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক কবি ও সাংবাদিক এম গৌছুজ্জামান চৌধুরী, কাতার প্রবাসী কমিউনিটি ফয়জুর রহমান ফজু, কসবা তিন নং ওয়ার্ডের মহিলা মেম্বার পাপিয়া সুলতানা, কসবা কেন্দ্রীয় জামে মসজিদ এর মোতায়াল্লি মাহমুদ বখত, কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমির মাহবুব, সমাজ সেবক জাহির উদ্দিন, ময়ুর হোসেন প্রমুখ। বিবিয়ানা স্পোর্টিং ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পবি আলম, সিপন আহমদ, কুয়েত প্রবাসী রুবেল আহমদ, কুয়েত প্রবাসী সামাজুল ইসলাম, সায়েদ আহমদ, শাহ আলম নূর, সাংবাদিক বদরুল আলম চৌধুরী, ফয়সল, আলামিন আহমেদ, মোস্তাকিম আহমেদ, ফয়সল আহমেদ প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন, ব্রিটেন প্রবাসী ইয়াজুদ উদ্দিন জিয়াদু, সাংবাদিক এম গৌছুজ্জামান চৌধুরী, কাতার প্রবাসী ফয়জুর রহমান ফজু, ইউপি সদস্য পাপিয়া সুলতানা প্রমুখ। উল্লেখ্য : কসবা বিবিয়ানা স্পোর্টিং ক্লাবটির উক্ত অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন ব্রিটেন প্রবাসী সজিদ বখত।