শেখ আব্দুল মজিদঃ
প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা।
সোমবার সকাল থেকে হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদসহ সিলেটর বিভিন্ন মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে কোনো কোনো জায়গায় ভিড় বেশী হওয়ায় স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সকালে শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে দেখা যায়, মসজিদের প্রবেশপথে সারিবদ্ধভাবে নিয়ম মেনে ভেতরে প্রবেশ করেন তারা। এছাড়া নিজ নিজ জায়নামাজ নিয়ে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে দেখা গেছে।
এছাড়া নামাজ আদায়কালে অনেককেই মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে। নামাজ শেষে অন্যান্যবারের মতো কোলাকুলি, কিংবা করমর্দন থেকে বিরত ছিলেন তারা।
দরগাহ মসজিদে নামাজ আদায় করতে আসা আবুল হোসেন নামের এক মুসল্লি বলেন, সরকার থেকে নিষেধাজ্ঞা থাকায় অনেক দিন মসজিদে নামাজ আদায় করা হয়নি। কিছুদিন আগে মসজিদ খুলে দিলেও আসা হয়নি। আজ ঈদের নামাজ পড়তে এসে ভালোই লাগলো।