শাহ সুহেল আহমদ:
চলছে কানের জমজমাট আসর। লাল গালিচাকে কেন্দ্র করে চারপাশে বহু অতিথি। বিশ্বের নানা প্রান্থের ক্যামেরা তাক করে আছে ঐশ্বরীয়া, দিপীকার মতো দুনিয়া মাতানো সেলিব্রেটিদের দিকে। এর মাঝে হঠাৎ করেই খোলা বক্ষ নিয়ে লাল গালিচায় নারী!
শুক্রবার বিশ্বের বৃহৎ ফিল্ম ফ্যাস্টিভ্যাল কান চলচ্চিত্র উৎসবে এমন ঘটনাই ঘটেছে। খালি বুকটি ইউক্রেনের পতাকার রঙে ইংরেজিতে ‘Stop raping us’ এবং রক্তাক্ত প্যান্টি পরিহিত ছিল। তবে ঘটনার সাথে সাথেই নিরাপত্তারক্ষীরা ওই নারীকে দ্রুত একপাশে সরিয়ে নেয়। তবে এখনও প্রতিবাদী ওই নারীর পরিচয় প্রকাশ করা হয় নি।
ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশীয়ান বাহিনীর হাতে বহু অপ্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে গেল এপ্রিলে রিপোর্ট প্রকাশ করে একাধিক গণমাধ্যম ও বেসরকারি সংস্থা। ওই রিপোর্টে রাশিয়ান সেনারা ধর্ষণকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহারের খবরও প্রকাশ হয়। এরপর ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শত শত ধর্ষণের ঘটনায় নিন্দা জানান।
মে মাসের শুরুতে ইউরোপীয় পার্লামেন্ট ইউক্রেনে যৌন সহিংসতার নিন্দা করেছিল। এবং সে দেশ থেকে পালিয়ে আসা মহিলাদের স্বাগত জানায় তারা।