চলন বিল বিলশা
আবুল কালাম তালুকদার
অশান্ত জলে পূর্ণ খরস্রোতা নদী চলন বিল বিলশা
স্রোতেরটানে ভাসে নাইওরির নৌকা, ঢেউয়ের তালে নাচে কপোত-কপোতী
কানায় কানায় পূর্ণ নতুন জলে বিলশা ,জনপথ,লোকালয়ে এ যেন বরষায় নতুন জলের খেলা।
কতজন প্রিয়জনকে নিয়ে ভেসে চলছে উষ্ণ পরশ,সুরেলা গানে,নুপুরের নিক্কনে, যেন আপন নিবাস গড়ার প্রত্যয়,
বহুদিন পর ধূসর কেটে আনন্দ দিনে মনানন্দে মেতেছে বিলশা।
12 আগষ্ট 2022
গুরুদাসপুর, নাটোর