নিজস্ব প্রতিবেদক:
প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কোষাধ্যক্ষ সাংবাদিক মো. মাহমুদুল হাসানের পিতা সাবেক শিক্ষক সমাজসেবী জয়নাল আবেদীন বাংলাদেশ সময় রোববার দুপুর ২টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চশই গ্রামের বাসিন্দা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ এশা মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, সাবেক আহ্বায়ক আবুল কালাম মামুন। তারা মরহুমের পরকালীন শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।