ডেস্ক রিপোর্ট :
ঐতিহ্যবাহী সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীন সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন বেলজিয়ামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর)
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন মালেক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য ডক্টর এ কে আবদুল মোমেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়াহিদ ভার তাহের, ফ্রান্স আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, আয়োজক সংগঠনের আবদুল আজাদ চৌধুরী, আবদুর রাজ্জাক চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, সৈয়দ নুর আলী, আব্দুল হান্নান, হেলাল আহমেদ প্রমুখ।
করোনাকালীন সময়ে বিশেষ চার্টাট ফ্লাইট চালুর মাধ্যমে ফ্রান্সপ্রবাসীদের পাশে দাড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ধন্যবাদ জানিয়ে সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদ মোহাম্মদ আলী হোসেন বলেন, বর্তমান ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকার প্রবাসীদের জন্য খুবই আন্তরিক। প্রবাসীবান্ধব এ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রত্যাশা পূরণে সর্বদা কাজ করে যাচ্ছেন।
আগামীতে প্যারিস টু ঢাকা ফ্রাইট চালুর জন্য আবেদন জানান তিনি।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে পররাষ্ট্র মন্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।