সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

রিপাবলিক চত্তরে চলছে ধারাবাহিক বিক্ষোভ: প্যারিসে আজ একাধিক কর্মসূচি




নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয় দিনের আন্দোলনেও প্যারিসের রিপাবলিক ছিল বিক্ষুব্ধ জনতার উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে রবিবার বিকেলে প্রবাসী বাংলাদেশীদের উপচেপড়া উপস্থিতি লক্ষ করা গেছে। এ সময় তারা খন্ড খন্ড মিছিল দিয়ে রিপাবলিক চত্তর প্রদক্ষিণ করে।

রবিবারের সমাবেশটির আয়োজনে ছিলেন “আমরাই বাংলাদেশ, ফ্রান্স” এর পক্ষে সমন্বয়ক এন কে নয়ন ও আইনজীবী আকাশ হেলাল। সমাবেশ থেকে সরকারের কাছে যারা মারা গেছেন তাঁদের ন্যায় বিচারসহ নিহত বীর শহীদদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার দাবি জানানো হয়।

বিকেল ৬টা থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে চলে সন্ধ্যা ৮টা পর্যন্ত। সমাবেশে সব শ্রেণি পেশার লোকজন অংশ নেন। রবিবারের সমাবেশে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে আজ সোমবার রিপাবলিক চত্তরসহ প্যারিসে একাধিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে আজ প্যারিসের Porte de la Villette পার্কে (সাব মেরিন সংলগ্ন মুক্তাঙ্গন)-এ ‘সংহারে নেই সংশয়, সম্মূখে যাওয়ার এই সময়’ শীর্ষক সংহতি সম্মিলন আয়োজন করা হয়েছে। এছাড়া একইদিন সন্ধ্যা ৭টায় স্থাঁ মিউনিসিপ্যালও কর্মসূচির ডাক দিয়েছে। রয়েছে বিএনপির দলীয় কর্মসূচিও।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: