সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশেষ ফ্লাইটে প্যারিসে ফিরলেন আরও ১৫০ প্রবাসী




নিজস্ব প্রতিবেদক:

জালালাবাদ এসোসিয়েশনের প্রচেষ্টায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে আটকে পড়া ১৫০ জনকে নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট ফ্রান্সে পৌঁছেছে।
শনিবার ভোর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ১টা ৪০মিনিটে প্যারিসের চার্লস দ্য গল (সিডিজি) বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাবেদ হোসেনসহ আরো অনেকে।
ফ্লাইটি পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মো:হেনু মিয়াকে ধন্যবাদ জানান সাধারন সম্পাদক আলী হোসেন।

এদিকে, জালালাবাদ এসোসিয়েশনের সর্বস্তরের নেতবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিরে আসা বাংলাদেশিরা। আগত প্রবাসী বাংলাদেশিদেরকে ফরাসি সরকারের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য আহবান জানানো হয়েছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: