শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা লাখ ছাড়ালো




 

নিজস্ব প্রতিবেদকঃ

সরকারি হিসেবে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি হাসপাতাল, বেসরকারি ২৯টি হাসপাতাল ও ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেঙ্গু রোগীদের এই হিসাব দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি করে শুধু এমন হাসপাতালগুলোর তথ্য এখানে আছে।

এ বছর জুনের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ ঢাকা শহরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। জুলাই ও আগস্ট মাসে ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ প্রবলভাবে বাড়ে। ঈদুল আজহার কাছাকাছি সময়ে দেশের প্রায় সব জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। প্রথম আলোর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে প্রায় ৩০০ রোগীর মৃত্যু হয়েছে। এ বছরের শেষ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: