সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

একটি সাম্প্রদায়িক কবিতা




একটি সাম্প্রদায়িক কবিতা
. বদরুজ্জামান জামান
.
কুকুরের গলায় কাঁটা বিধবে
কুকুরের মুখে মলমূত্র লেগে থাকবে
অনাহারি কুকুর কখনো তার স্বভাব বদলাতে পারেনা ,
অথচ আজ কিছু মানুষ দরদী হয়ে
কুকুরের মুখ মুছে দেয় আপন জিহ্বায়,
সংখ্যালঘু দুহাই তুলে জঙ্গিবাদ বিস্তারে
হিন্দু জঙ্গিরা প্রকাশ্য দিবালোকে খুন করে মানুষ।
মনে হয় এদেশে মরে গেছে মানুষ,
মরে গেছে বাংলাদেশের সব মুসলমান ।

আমরা মানুষ ।আমরা মুসলমান ।
আমরা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান।
এদেশ আমাদের সকলের
এদেশ মানুষের,
তবে মানুষের মাঝে ‘ইসকন’ কারা?
‘ইসকন’ মানে জঙ্গি
‘ইসকন’ মানে উগ্র ধর্মান্ধ মৌলবাদী
‘ইসকন’ মানে সাম্প্রদায়িক অসুর।

মানুষের দেশে মানবতার স্লোগানে এসো-
একই কাতারে দাঁড়াই
সাম্য ন্যায়বিচার মানবিক মর্যাদায়
জঙ্গিবাদ রুখতে
ইসকন রুখতে।
কিছু মানুষ থাকনা অমানুষের কাতারে
যারা কুকুরের মুখের মলমূত্র পরিষ্কার করে আপন জিহ্বায় ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: