রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ভারতীয় হাতির আক্রমনে প্রাণ গেল বাংলাদেশি যুবকের




প্রতিনিধি, জামালপুরঃ

জামালপুরের বকশীগঞ্জে হাতির তাড়া খেয়ে ইদ্রিস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বকুল মিয়ার ছেলে।

php glass

স্থানীয়রা জানান, মেঘালয়ের টুঙ্গরচর এলাকা থেকে গত কয়েকদিন ধরে বন্য হাতির দল কামালপুর সীমান্ত এলাকার বিভিন্ন ধানক্ষেতে দলবেঁধে আসছে। এসব হাতি দেখতে প্রতিদিন অসংখ্য লোক ভিড় জমায়। এদিন বন্ধুদের সঙ্গে হাতি দেখতে কামালপুরের যদুরচরে যান ইদ্রিসও। এসময় হাতির কাছাকাছি গেলে হঠাৎ তেড়ে আসে হাতি। তাড়া খেয়ে পানিতে পড়ে যান ইদ্রিস।

ksrm

প্রাণভয়ে এসময় সঙ্গে থাকা অন্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে আসে। পরে হাতির দল চলে গেলে গিয়ে ইদ্রিসকে মৃত অবস্থায় পায়। এদিন প্রায় ৭০টির মতো হাতি এসেছিল বলে জানা যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: