ডেস্ক নিউজঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপর সাজানো মামলার প্রতিবাদে এবং দেশের গণতন্ত্র পুনঃ উদ্ধারের লক্ষে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার স্হানীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে মানববন্ধন অনুষ্টিত হয় । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন কয়ছর এম আহমদ।
মানববন্ধনে উপস্তিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খসরুজ্জামান খসরু, গোলাম রব্বানি, আসাদুজ্জামান আসাদ।
এসময় বক্তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর সাজানো মামলার প্রতিবাদ জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্হা খুবই খারাপ। ওনাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এছাড়াও উপস্তিত ছিলেন এম এ আজিম, আব্দুস সামাদ রাজ, ওলিউর রহমান রাশেদ, নুরূল আফসার , জাহিদ হোসেন,মো: আজিজুল হক, ফজলে রহমান পিনাক, মনোয়ার হোসেন ময়না, ছায়েদ মিয়া ,মোঃ মাসুদ বিন ফরিদ,আনিসুর রহমান,সালেহ আহমদ,মনসুর আহমদ, সোয়েব আহমেদ ,ছাব্বির আহমেদ মিলাদ,মাহমুদুল হাসান, মো: সাকোয়াত হোসেন ,তারেক আলিম, মুহাম্মাদ মাসুদ বিন ফরিদ, মো: আলি শিপন ,জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম, সেলিম আহমেদ, মো: রমজান সরদার রেজা ,নুমান হোসেন ,আব্দুল ওয়ালি শামিম ,তাওসিফ রেজা খান শিপু , মো: তোফাজ্জল হোসাইন ,মো: মতিউর রহমান ,বশির উদ্দিন , শিপুল , আজিজুল হক , মুস্তাক মুল্লাহ , আব্দুল মুকিত, সিদ্দুকুর রহমান , মনিরুল ইসলাম ভুইয়া সুমন , রেজুয়ানুর রহমান খান সুহিন , রাসেল আহমেদ , কামাল হোসেইন , এম কে আই শামিম , রাজিব চক্রবর্তী , মো: তালুকদার সুমন , মজির উদ্দিন , আছাব আলী , মো: সাইফুর রহমান , মো: সৈয়দ জামিল আহমেদ , মো: ইসলাম উদ্দিন , কবির উদ্দিন , আহসান হাবিব , আমিনুল হক , ফজলু মিয়া , রিপন মিয়া , আব্দুল জলিল , রুমেল আহমেদ , আব্দুল কাইয়ুম , ময়নুল হোসেইন কামিল , শাহাজান মিয়া , মো: আবু হামজা , হোসেইন আহমেদ , সরদার শুভ আহমেদ , মো: মাহফুজুর ইসলাম খান , মো: আল আমিন , হোসাইন আহমেদ , কাজি সাজ্জাদ হোসেইন , মো: ফয়সল আহমেদ , মো: আব্দুল কবির , মো: জাহাঙ্গীর আলম , কবির আহমেদ , আশরাফুল ইসলাম ,সামসুল হুদা , মিলন আহমেদ , জাহাঙ্গীর করিম , সালে আহমেদ রনি , নুর মিয়া , তালাশ আহমেদ, আশিকুল ইসলাম, মো: শাহসহ আর অন্যান্য নেতৃবৃন্দ ।