নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের টাকির মহল গ্রামের প্রবাসীদের সংগঠন ‘টাকির মহল ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উদ্যোগে গ্রামের দুস্থ অসহায় মানুষদের ঘরে ঘরে রমজানের খাদ্য পৌঁছিয়ে দেয়া হয়েছে। বুধবার সংগঠনের দেশীয় প্রতিনিধি, উপদেষ্টা ও মুরুব্বীদের অংশগ্রহণে মোট ৪১টি পরিবারের মধ্যে খাবার বিতরণ করে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত মুরুব্বীরা বলেন- গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ সংগঠনটি যেভাবে দীর্ঘদিন থেকে কাজ করছে। সংগঠনের প্রবাসী সদস্যদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন- এ ধারা অব্যাহত থাকলে টাকির মহল গ্রাম একটি মডেল গ্রামে রূপ লাভ করবে, ইনশাআল্লাহ।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবী ও সালিশ ব্যক্তিত্ব এমএ শহিদ পংকী, সমাজসেবী আব্দুল মানিক, মো. লুৎফুর মিয়া, সাবেক মেম্বার আব্দুল মুমিন গেদা, এমএ ছাদিক সুন্দর, সাবেক সেনা কর্মকর্তা ইব্রাহীম আলী। যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবুল মিয়া, ফয়েজ আহমদ, জুয়েল আহমদ, এমএ হালিম, সাইফুর রহমান সাজু, ডালিম আহমদ, মঈন উদ্দিন, আবুল হোসেন, সাকির আহমদ, শামীম আহমদ, মারজান আহমদ, রাশেদ আহমদ প্রমুখ।