রাসেল আহমেদ:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সে শাখা ও লাকর্ণব মেরির সহযোগিতায় ফ্রান্স বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের অনুদান দেয়া হয়। রবিবার বাংলা ইস্কুলে আনুষ্ঠানিকভাবে বাংলা স্কুল এর ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে চেক তুলে দেওয়া হয় ।
প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কে ৪৫ ইউরো করে দেয়া হয় ।মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার সভাপতি জামিরুল ইসলাম মিয়া এর সভাপতিত্বে বাংলা ইস্কুলের শিক্ষিকা সোমা দাস এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন , ফাতেমা খাতুন ,আশরাফুল ইসলাম, আমিন খান হাজারী, হুমায়ুন কবির, বলরাম রাজ মতিউর রহমান ,সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন প্রবাসে বেড়ে ওঠার ছেলে মেয়েদের বাংলা শিক্ষার খুবই প্রয়োজন বাংলা কৃষ্টি কালচার সম্পর্কে অবগত করার জন্য। বাংলা স্কুল এর মাধ্যমে শিশুদের বাংলা শিক্ষা সহ বাংলা কৃষ্টি-কালচার ধরে রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এত করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলার কৃষ্টি কালচার সম্পর্কে অবগত হবে । অনেক অভিভাবকরাও ফরাসি ভাষায় দক্ষ নয় যেকোনো কাজের ক্ষেত্রে ভাষা জানো খুবই প্রয়োজন সে ক্ষেত্রে ছেলেমেয়েরা যদি ফরাসি এবং বাংলা ভাষা দুইটা তেই পারদর্শী হয় তাহলে অভিভাবকদের অনেক অসুবিধা হবে।