রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

লোকমান আহম্মদ আপন এর কবিতা




নিরুদ্দেশে

চলে যাচ্ছে সবাই
কেউ জানেনা যাচ্ছে কোথায়
কেউ জানেনা যাচ্ছে সবাই কার উদ্দেশে
আসলে তো যাচ্ছে সবাই নিরুদ্দেশে
নিরুদ্দেশে।
নিরুদ্দেশের আমোঘ টানে বন্দি সবাই
ঠিক জানেনা আমোঘ টানের ফন্দি সবাই।

চলে যাচ্ছে সবাই
যাচ্ছে কোথায় কেউ জানেনা
যাচ্ছে সবাই কার উদ্দেশে কেউ জানেনা
কিন্তু যেতে হচ্ছে সবার, যেতেই হবে
নিরুদ্দেশে।
নিরুদ্দেশের সাথে যাবার সন্ধি সবার
নিরুদ্দেশেই জীবন আছে বন্দি সবার।

প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: