নিরুদ্দেশে
চলে যাচ্ছে সবাই
কেউ জানেনা যাচ্ছে কোথায়
কেউ জানেনা যাচ্ছে সবাই কার উদ্দেশে
আসলে তো যাচ্ছে সবাই নিরুদ্দেশে
নিরুদ্দেশে।
নিরুদ্দেশের আমোঘ টানে বন্দি সবাই
ঠিক জানেনা আমোঘ টানের ফন্দি সবাই।
চলে যাচ্ছে সবাই
যাচ্ছে কোথায় কেউ জানেনা
যাচ্ছে সবাই কার উদ্দেশে কেউ জানেনা
কিন্তু যেতে হচ্ছে সবার, যেতেই হবে
নিরুদ্দেশে।
নিরুদ্দেশের সাথে যাবার সন্ধি সবার
নিরুদ্দেশেই জীবন আছে বন্দি সবার।
প্যারিস, ফ্রান্স।