ভালোবাসায় ভালোবাসো
আবুল কালাম তালুকদার
লকডাউন সময়ে অফুরন্ত অবসর
কাঙ্ক্ষিত লোকদের দেখা নেই
মুঠোফোনে বাক্য বিনিময়
ইমো,ম্যাসেন্জারে প্রিয়জনদের দর্শন
ভারসুয়ালে অফিস কনফারেন্স।
করোনার বিশাল থাবায় তচনচ পৃথিবী
এ আমাদের পাপের ফসল
দিনের পর দিন দীর্ঘতম হচ্ছে লাশের সাড়ি,আক্রান্তের হার।
বিধাতা, কী বিচিত্র তোমার ভাবনা
এ কোন ভালোবাসায় তুমি ভালোবাসো
তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে।
কামনা
আবুল কালাম তালুকদার
৪২শে পা রাখা মানুষটি আজ
প্রতিনিয়ত মৃত্যুকে নিয়ে ভাবে
বড্ড বেশি ভালোবাসে বলেই
প্রিয়জনদের ছেড়ে যেতে কষ্ট হবে তার।
হঠাৎ বৃষ্টির মতোই কোন একদিন
তাকে চলে যেতে হবে বহুদূরে অজানা ঠিকানায়
তার চলে যাওয়ায় হ্রদয় গহিনে কষ্ট হবে
(মা-বাবা,ভাই-বোন,স্তী,কন্যা-পুত্র স্বজন)
বারবার তাকে মনে করে,তার স্মৃতিকে মনে পড়ে
নতুন কোন কষ্টে না জড়িয়ে
সর্বদ্রষ্টার নিকট তার রুহের মাগফেরাতের কামনা।
০৬.০৭.২০২১