এম শহিদুজ্জামান চৌধুরী ব্রিটেন থেকেঃ
বিশ্ব কবি মঞ্চ যুক্তরাজ্য শাখা কর্তৃক ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন শীর্ষক আলোচনা সভা ও বিশেষ কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার লন্ডনের রমফোর্ড রোড চাইনান রেস্টুরেন্টে কবি মঞ্চ যুক্তরাজ্য শাখার সভাপতি কবি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে জিনিয়া রহমানের সঞ্চালনায় সমবেত কন্ঠে জাতিয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানে আলোচনা রাখেন সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কবি আবুল কালাম আজাদ ছোটন, সাধারন সম্পাদক কবি হাফছা ইসলাম, সহ সভাপতি সাখাওয়াত খছরু, আমিন রাজা(রিলাক্স রেডিও প্রতিষ্ঠাতা, মনোয়ার মাহমুদ, আমিনুল ইসলাম, কবি ফখরুল আম্বিয়া, কবি জয়নুল আবেদীন রোজ, সাদিক রহমান বকুল, ফয়েজুল ইসলাম ফয়েজনুর, ব্যারিষ্টার এম বি জাকির হোসেন প্রমুখ। মাহমুদা শিরিন নিনির সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন-আমিন রেজা,ডা:রুবেল সাজিদ, নাবিল হোসেন। আবৃত্তি করেন-শাহারা খান,ফখরুল আম্বিয়া,শাম্মী খান,ফয়জুল ইসলাম,মাহমুদা শিরিন নিনি,রুমানা আনম,সিতু মিয়া,সাখাওয়াত খছরু,মনোয়ার মাহমুদ,জয়নাল আবেদীন রোজ, ফখরুল আম্বিয়া প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্বে মজাদার,মুখরোচক খাবারে নৈশ্য ভোজের আয়োজন করা হয়। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে অসংখ্য কবি সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি কে প্রানবন্ত করে তুলেন।