বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sex Cams

লোকমান আহম্মদ আপন এর কবিতা : একটিবার ডাকো আমারে




লোকমান আহম্মদ আপন এর কবিতা :

একটিবার ডাকো আমারে

একটিবার ডাকো আমারে, বেশি নয়
একটিবার শুধু আমল করে ডেকে দেখো,
প্রশান্তি আর ভালোলাগায়, সকল দুঃখ
কেম্নে ভাগায়।
আমল করে একটুখানি ডেকে দেখো
এই আমারে, আমল করে নামটি আমার,
ভিত্তে তোমার
আমল করে একটুখানি এঁকে দেখো,
দেখবে দুটো ভিতর বাহির কেবল
প্রশান্তি আর আলোয় মোড়া,
দেখবে তখন চারিদেকে ভালোবাসার স্নিগ্ধ
পাখি জোড়া জোড়া। বুঝবে তখন
দেখার বেলায় খুব সাধারণ দেখতে, আমি
কী অসাধারণ, কী যে দামী।
একটিবার আমল করে ডাকো
আমারে। সে ডাক শোনে প্রশান্তিতে চিরতরে
দেখবে আমি গেছি থামি।

প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: