আরোপিত আরোহণে
বদরুজ্জামান জামান
.
আসি তাহলে- অনেক হলো
পাহাড় দর্শন বৃষ্টি বর্ষণ
অনুভূতি লোভাতুর।
নিমগ্ন নিশ্চল- আলোর বিভা
দেহ বেয়ে নির্ঝর ঘাম,
আরোপিত সুখ ।
সরীসৃপ কষ্ট- দিনভর মগ্ন
দখিনা বাতাসেও
সুখাগ্নি সুকান্ত ।
অচেনা পথিক- নিমিষেই স্বকীয়
আরোপিত আরোহণে
কত নির্বিঘ্ন ।