সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বদরুজ্জামান জামান’র কবিতা আরোপিত আরোহণে




আরোপিত আরোহণে
বদরুজ্জামান জামান
.
আসি তাহলে- অনেক হলো
পাহাড় দর্শন বৃষ্টি বর্ষণ
অনুভূতি লোভাতুর।

নিমগ্ন নিশ্চল- আলোর বিভা
দেহ বেয়ে নির্ঝর ঘাম,
আরোপিত সুখ ।

সরীসৃপ কষ্ট- দিনভর মগ্ন
দখিনা বাতাসেও
সুখাগ্নি সুকান্ত ।

অচেনা পথিক- নিমিষেই স্বকীয়
আরোপিত আরোহণে
কত নির্বিঘ্ন ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: