লোকমান আহম্মদ আপন এর প্রতিবাদী ছড়া :
ফরিদ তোমায় ভাগতে হবে
শীর্ষ পদের দলীয় দালাল খারাপ তোমার বাজার
দশ থেকে আজ বিশ হয়েছে বিশ থেকে যে হাজার
হাজার থেকে লক্ষ হয়ে লক্ষ থেকে কোটি
দলীয় দালাল ভিসি ফরিদ চাইছে তোমার ছুটি।
ফরিদ তুমি অমানবিক কলংক যে জাতির
লীগই তোমার মা ও বাবা তাদের সাথেই খাতির
অন্য সবাই অচ্ছুৎ এবং অপাংক্তেয় যেনো
শীর্ষপদে অসীন তোমার এমন বিহেভ কেনো?
এদেশ কারো নয়তো একার নয়তো কারো বাপের
নয়তো এদেশ তোমার মতো দালালরুপী সাপের।
তুমি একটা দালাল এবং নিমকহারাম, বদ
ফরিদ তোমায় ভাগতে হবে ছাড়তে হবে পদ।
২২ জানুয়ারি ২০২২, প্যারিস, ফ্রান্স