শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

সোহেল রানা খুনের প্রতিবাদে রোববার বাস্তিল টু রিপাবলিক মার্চ কর্মসূচি ঘোষণা




অনুক্ত কামরুল:

প্যারিসে প্রবাসী বাংলাদেশী সোহেল রানা খুনের প্রতিবাদে অবশেষে বিশাল আন্দোলনের ডাক দিয়েছেন ফ্রান্স প্রবাসীরা। আগামি রোববার বিকেল ৩টায় সোহেল রানা খুনের ঘটনাস্থল প্লাস দ্যু বাস্তিল থেকে মার্চ করে রিপাবলিক চত্ত্বরে গিয়ে থামবে। প্রতিবাদ কর্মসূচি আয়োজকদের অন্যতম রাব্বানী খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ফেইসবুকে লিখেছেন, ‘নিহত সোহেল রানা ভাইয়ের হত্যার বিচার, ফ্রান্সে বাংলাদেশিদের বিভিন্ন আক্রমণের শিকার হওয়া দিকে বিশেষ নজর এবং সোহেল রানা ভাইয়ের পরিবারের নিয়মিত করণের দাবি নিয়ে প্রতিবাদ মার্চ!’

ইতোমধ্যে পুলিশের কাছ থেকে মার্চ করার বিষয়ে আগাম অনুমতি নেয়া হয়েছে। পুলিশের কর্টেজ আমাদের সুরক্ষা নিশ্চিত করবে!’

গত ২১ মে আফ্রিকান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সোহেল রানা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে তিনি মারা যান। সোহেল রানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের মো. আজিজুল হকের পুত্র। ফ্রান্সে তিনি স্ত্রী ও এক সন্তানসহ বসবাস করে আসছিলেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: