দেখো ধর্মান্ধ মৌলবাদীরা দেখো
বদরুজ্জামান জামান
.
দেখো পৌত্তলিক ধর্মান্ধ মৌলবাদীরা
দেখো মুনাফিক ভণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসী নবীর দুশমন যত,
দেখো- আমাদের বিশ্বাস দেখো নবীর ভালবাসা
দুনিয়াজুড়ে প্রতিবাদের দাবদাহ স্ফুলিঙ্গ অভ্যন্ত্র অগ্নিলাভা,
আমরা পুড়ি অথচ পোড়াইনা
আমরা আঘাত করিনা প্রতিঘাত করি,
পৃথিবীর ইতিহাস গ্রন্থ খুলে দেখো মূর্খের দল
পড়ো ওহুদ বদর খন্দক তাবুকের ইতিহাস
জেনে নাও আমরা কারা।
আর তোমরা… ?
উলঙ্গতা ঢাকতে অনাবৃত দেহে যতই লিখো ধর্মের বাণী
মানুষের মাঝে ছড়াও বিদ্বেষবিষ আর সন্ত্রাসবাণী
জেনে রাখো- এই ভূখণ্ডের পরতে পরতে লেগে আছে
মোহাম্মাদের (সা:) উম্মতের রক্ত ঘাম
আর হাজার বছরের মুসলিম কৃষ্টি সংস্কৃতিতে
উত্থিত মস্তকের ভারতবর্ষ তোমাদের কলঙ্কের বোঝা বয়ে আজ নুজ্য।
আমাদের অন্ত:স্থ বিশ্বাস আর কর্মে বজ্রশ্লোগান-
আমরা মৃত্যুসুখে উদ্ভাসিত হই
তাঁরই (মোহাম্মদ সা:) অনুসৃত পথে বিলিয়ে দেই জীবণ অনন্তসুখে
আমরা অসংখ্য মৃত্যুর বিনিময়ে অঙ্কুরিত হই
পুষ্পশোভিত হয় জাগতিক উদ্যান
হেরার রশ্মিতে দূরীভূত হয় পৃথিবীর জাহেলিয়াত।