শনিবার, ১ এপ্রিল ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ইতালিতে গ্রীষ্মকালীন মেলা শুরু আজ




মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি:

গ্রীষ্মকালীন মেলা উদযাপন পরিষদ ২০২২ এর উদ্যোগে ইতালির রোমের ভিয়া প্রেনেসতিনা ২২৯ এ আগামী ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী প্রতিদিন বিকেল ৭ ঘটিকা থেকে রাত ১১ ঘটিকা পর্যন্ত গ্রীষ্মকালীন মেলা।

আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের সকল প্রস্তুতি সম্পন্ন, দেশি-বিদেশি খাবার, পোষাক সহ বিভিন্ন ধরনের স্টল থাকবে এ মেলায়। এ ছাড়া মেলায় প্রতিদিন স্থানীয় ও বাংলাদেশ, কলকাতা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করবেন।

এছাড়াও ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা‌নো হয়‌‌।

মেলার আহ্বায়ক হিসেবে রয়েছেন শেখ জসিম, সদস্য সচিব সাইফুল ইসলাম বেপারী, প্রধান উপদেষ্টা হাবিব চৌধুরী, প্রধান সমন্বয়কারী সজল সিকদার, যুগ্ম আহবায়ক শেখ মামুন, আতিকুর রহমান রাসেল প্রমুখ।

মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন সারমিন জাহান সুবর্ণা, মকবুল হোসেন ও সায়রা হোসেন রানী।

আয়োজকদের পক্ষ থেকে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করা‌ হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: