বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বেলজিয়ামে বিএনপির শীর্ষ নেতাদের গভীর রাতে আটকের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা




মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিএনপি’র অসংখ্য নেতাকর্মীদের গভীর রাতে আটকের নিন্দা জানিয়ে ১০ ডিসেম্বর শনিবার ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটন, পরিচালনা করেন বেলজিয়াম বিএনপির, সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবু , সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেল পার্লামেন্টের সদস্য ক্যাথলিন ডিপোরটার।

সভায় নেতারা তাদের বক্তব্যে, বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার, সমাবেশ করার ক্ষমতা হ্রাস, আইন-বহির্ভূত হত্যা, গুম, অতিরিক্ত শক্তি প্রয়োগসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এবং অবিলম্বে গ্রেফতার করা নেতাদের নিঃশ্বার্তভাবে মুক্তি দেওয়ারও আহ্বান জানান।

এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা সানাউর আলী সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি সামছু মিয়া, সহ সভাপতি আক্কাস মিয়া, আ:বাতেন মার্টিন, সহ সভাপতি আমীর আলী, সহ সভাপতি আবু বক্কর, বক্তারা বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার পুলিশ দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও তিন শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। কর্তৃত্ববাদী সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আইন-কানুন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে, ভয়াবহ ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, যা অত্যন্ত উদ্বেগের, সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এছাড়া সংগঠনের সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবু তার বক্তব্যে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দেয়ার জোর দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রসিদ হারুন , যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল হাসান সোহাগ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি উপদেস্টাসহ , মুম হাসান, যুব দলের আহ্বায়ক কাজী বাবু,সেচছাসেবক দলের আহ্বায়ক সেলিম রিপন মাহমুদুল হাসান (মম), বেলজিয়াম শাখা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসীরা।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: