খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (সাবেক টুইটার) মালিকানা নেওয়ার পর থেকেই একের পর এক অদ্ভুত সিদ্ধান্ত নিচ্ছেন ইলন মাস্ক। এবার ইলন মাস্ক জানিয়েছেন, এক্সে আদান-প্রদান করা কোনো লিংকের প্রিভিউয়ে লেখার শিরোনাম বা টাইটেল দেখা যাবে না। মাস্কের এ ঘোষণার পরপরই এক্সের আইওএস এবং ডেস্কটপ সংস্করণে আদান-প্রদান করা লিংকের শিরোনাম বা টাইটেল দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসেও এ নিয়ম চালু করা হবে।
এক্সে নতুন এ নিয়ম চালুর পর অনেক ব্যবহারকারীই অসন্তোষ প্রকাশ করেছেন। নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে ইলন মাস্ক বলেছেন, নতুন এ পরিবর্তনের ফলে এখন থেকে এক্সের পোস্টগুলো আরও সুন্দরভাবে দেখা যাবে। আদান-প্রদান করা লিংকে ক্লিক করলে ব্যবহারকারীরা তুলনামূলক কম সময় এক্স ব্যবহার করেন। আর তাই লিংকে ক্লিক করার বদলে এক্সে বড় পোস্ট পড়া ভালো।