রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে ‘নিউ এস এ ওয়ার্ল্ড’র যাত্রা শুরু




তাইজুল ফয়েজ, প্যারিস থেকেঃ

ফ্রান্সে ফুড ডেলিভারি কাজে নিয়োজিতদের সেবা দিতে প্যারিসে এস এ ওয়াল্ডের নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে। তরুণ উদ্যোক্তা সাব্বির আহমদ এর উদ্যোগে ১০ প্যারিস এলাকায় নতুন এ ব্যবসা শাখার উদ্বোধন উপলক্ষে শনিবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওভার ভিলা জামে মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম),সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ,এ্যাসাইলাম এন্ড ইমিগ্রান্ট সলিউশন সংস্থা (AISA) এর পরিচালক উবায়দুল্লাহ কয়েছ, বাংলা অটো ইকুলের পরিচালক হোসাইন সালাম রহমান, বিডি ফার্নিচার অভারভিলার পরিচালক মিয়া মাসুদ,সমাজসেবক মায়া আহমদ,লোকমান হোসাইন, লায়েছ আহমদ,তোফায়েল আহমেদ,বদরুল আলম,সায়েম আহমদ,সোমন আহমদ,ফরিদ আহমদ, বদরুল ইসলাম, জাহেদ আহমদ,কায়েম আহমদ প্রমুখ। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন হাফেজ রইছ উদ্দিন। নিউ এস এ ওয়ার্ল্ডে মোটর সাইকেলের পার্স,হেমলেট,মোটর সাইকেল মেরামত,ফুড ডেলিভারি কাজে ব্যবহৃত যাবতীয় মালামাল,মানি ট্রান্সফার, মোবাইল সরঞ্জাম ও ইন্স্যুরেন্স সেবা সহ অন্যান্য সেবা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা শাব্বির আহমদ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: