বুধবার, ৩১ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সময়ের স্রোতে অপ্রাণবিক বিশ্বাসে




সময়ের স্রোতে অপ্রাণবিক বিশ্বাসে
বদরুজ্জামান জামান
.
যে যার মত ছুটছে-   মানুষ প্রকৃতি স-ব
শুধু আমি দাঁড়িয়ে আছি অতিক্রান্ত সময়ে,
আমি মুমিন কিংবা মুত্তাকী হতে পারিনি
তবে মানুষ হওয়ার ব্যর্থচেষ্টা এখনো নেই।

তোমাদের শরীরে ধর্মের মেদ জমে আছে
প্রচন্ড ভারী  নিঃশ্বাসে চারপাশ কেমন দুর্গন্ধ
সম্ভোগ নৃত্যে কেমন বেসামাল জীবণাচার তাই না ?

আনন্দ অর্থে ঈদ এখন আপেক্ষিক
যেমন উৎসব পার্বণ মেলা আর ছন্দনৃত্য
ধর্মের নামে বিদ্বেষবিষ পোষে
তাসবিহর দানায় পূন্য গোন ইবাদতের জায়নামাজে
ধর্মের এমন ব্যবসায়িক রূপ কেউ দেখেনি কোনদিন।

সময়ের স্রোতে আমি বহমান অপ্রাণবিক বিশ্বাসে
আঁকড়ে আছি আমার বিশ্বাসের পাটাতন
তাতে আমার নিঃশেষ কিংবা অবশিষ্টতা কিচ্ছু যায় আসেনা।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: