ডেস্ক রিপোর্ট :
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন দিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সোনামদ্দিন মোল্লা এবং হাসনা বেগম প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন প্রতিযোগিতা বিজয়কে উপহার সামগ্রী এবং ৪জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়। প্রতি বছর এই প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্তীদের সংখ্যা বাড়ানো হবে।
এতে অতিথি ছিলেন, “সোনামদ্দিন মোল্লা এবং হাসনা বেগম প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা” প্রদানের পৃষ্ঠপোষক ফ্রান্সপ্রবাসী বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী নয়ন এনকে (প্যারিস ইয়ুথ কাউন্সিলর ও সলিডারিটি আঁজি ফ্রান্স’র প্রেসিডেন্ট), মোঃ মাইনুল ইসলাম (উপজেলা শিক্ষা অফিসার),
আব্দুল জব্বার (সহকারী উপজেলা শিক্ষা অফিসার),
চৌধুরী আওলাত হোসেন বিপ্লব (এস,এম,সি সভাপতি),
আঃ কাদের মোল্লা (দিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক),
ফয়সাল আহমেদ সেতু (বাদশা ফয়সাল ফাউন্ডেশনের ফাউন্ডার), মোঃ রবিউল ইসলাম কাজল (দিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক), মোঃ লুৎফুর রহমান (দিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ দিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।