বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে চলছে শিক্ষার্থীদের আন্দোলন




হবিগঞ্জ প্রতিনিধি :: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারাদেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ বিক্ষোভ। এসময় শিক্ষার্থীরা তাদের দুই সহপাঠীর মৃত্যুর বিচার দাবি করে বিভিন্ন স্লোগান ধরে। নয় দফা দাবিতে হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে আন্দোলনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী।

এছাড়াও শহরের শায়েস্তানগর, পৌদ্দার বাড়ি, ধুলিয়াখাল, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট, চুনারুঘাট বাজারসহ জেলার বিভিন্ন স্থানে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে তারা। এসময় মানববন্ধন,বিক্ষোভ মিছিল হয়। আন্দোলনে অংশ নেয় বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেকে অ্যান্ড এইচ কে হাইস্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজে, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

বিক্ষোভে অংশ নেয়া মিজানুর রহমান নামে এক শিক্ষার্থী জানায়, পরিবহনের সুশৃঙ্খল চলাচল চাই। ‘উল্টোপথে’ গণপরিবহনের দেখতে চাই না। এর সঠিক পদক্ষেপ নিলে তবেই আমরা ক্লাসে ফিরে যাবো। উল্লেখ্য, রোববার (২৯ জুলাই) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এছাড়া আহত হয় বেশ কয়েকজন।

এ ঘটনায় বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো সারাদেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। এদিকে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ শেষ হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: