শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

প্রেমের কবিতা : ভালোবাসার কাছে দূরত্ব একেবারেই তুচ্ছ




প্রেমের কবিতা : ভালোবাসার কাছে দূরত্ব একেবারেই তুচ্ছ
লোকমান আহম্মদ আপন

হাজার হাজার মাইল দূর থেকে মুখে
অপরূপ ভঙ্গিমা করে যখন তুমি আমাকে চুমু দাও,
আমি বাতাস থেকে সেই চুমুর তরঙ্গ তুলে এনে
পংক্তি সাজাই। মনকে উড়িয়ে দেই গোধূলী হাওয়ায়।

সহস্র মাইল দূর থেকে পাঠানো তোমার
চুমুর তরঙ্গ আলতো করে আমার
গাল ছুঁয়ে দেয়। আমি শিহরিত হই প্রবল উত্তেজনায়
হার্টবিট বেড়ে যায়, তোমাকে তীব্রভাবে
অনূভব করতে পারি আমার অন্ধরে, মস্তিস্কে, শীরায়, উপশীরায়,
তোমার পাকাপোক্ত অবস্থান নিশ্চিত হয় আমার সর্বত্র।

আমার জানলার সামনের গোরস্থানে সরিবদ্ধভাবে
দাড়িয়ে থাকা সেঞ্চুরি গাছেরা নাচে আর মুচকি হাসে। মাটির নিচে
শুয়ে থাকা মুর্দারাও হাসে হয়তোবা। তাতে চুমুর তরঙ্গ
বিলীন না হয়ে আরো পাকাপোক্ত হয়। আমি
তোমাকে ধারণ করেই সুখি, আমি
তোমাকে ধারণ করেই সাহসি। চুমুর
ম্যাজিক্যাল তরঙ্গ কি আর
মুর্দারা বুঝে ?

হাজার হাজার মাইল দূর থেকে তুমি আমাকে
যে বিশুদ্ধ চুমু দাও, সেই চুমু নিমেষেই তার
তরঙ্গ দিয়ে সারাবিশ্ব
তথা প্যারিসের বাতাসকে বিশুদ্ধ করে দিয়ে আমার
কাছে আসে ; আমি শিহরিত হই বিশুদ্ধ অনূভবে।
ভালোবাসার কাছে দূরত্ব একেবারেই তুচ্ছ,
তোমার ম্যাজিক্যাল ভালোবাসা সেটাকে স্থায়ীভাবে
প্রমাণ করে দিয়েছে প্রিয়তমা।

প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: