তাইরে নাইরে তাইরে নারে
উড়ছি আমি ক্যাবল কার এ
দেখছি সবুজ, দেখছি পাহাড়
কি অপরুপ রূপ যে তাহার।
তাইরে নাইরে তাইরে নারে
ক্যাবল কারের তিনটি তারে
উড়ে উড়ে ঘুরে দেখা
বাড়িয়ে দেয় চোখের রেখা।
দুনিয়াটা ঘুরতে মজা
ইচ্ছেমত উড়তে মজা
সুযোগ পেলেই ঘুরি
মনের সুখে উড়ি।
২২ আগস্ট ২০২৩, সুইজারল্যান্ড