মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আইসা’র উদ্যোগে ফরাসী জাতীয়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত




ডেস্ক রিপোর্ট :

এজাইলাম এন্ড ইমিগ্রেশন সলিউশন সংস্থা (আইসা) আয়োজিত ফরাসী জাতীয়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২২ মে বুধবার রাজধানী প্যারিসের একটি সেমিনার কক্ষে আবদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে এবং আইসার প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েসের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশী বংশোদ্ভূত আইনজীবী ও ফরাসী জাতীয়তা বিশেষজ্ঞ সিনিয়র সাংবাদিক ফারুক নেওয়াজ খান।

বিশেষ আলোচক ছিলেন, ফরাসী আইনজীবী নিকোলা এবং ড. ম্যাথিউ জামেলু।

আলোচক বৃন্দ ফরাসী জাতীয়তা আবেদন এবং সহজ উপায়ে জাতীয়তা পাওয়ার  বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া আইসার পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদের জন্য ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েস।

সেমিনারে উপস্থিত ব্যক্তিবর্গ সময়োপযোগী গুরুত্বপূর্ণ এই ধরনের আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রহিম উল্লাহ, আল আমীন, শুব্রত শুভ, মিয়া মাসুদ, হোসাইন সালাম রহমান,  সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, ফেরদৌস করিম আখঞ্জি, লুৎফর রহমান বাবু, শাহ্ সুহেল আহমদ, ইকবাল মোহাম্মদ জাফর, আবুল কালাম মামুন, বাদল পাল, শাবুল আহমেদ, কবি লোকমান আহমেদ আপন, হাসান ইব্রাহিম  প্রমুখ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: