পূর্ণফুলে বসবে ভ্রমর
আবুল কালাম তালুকদার
আগত বাতাসে শীতের অনুভব সময়ে পড়ে আছে রোদের স্মৃতি আমনের গন্ধে ভরবে গ্রাম
হেমন্তের উদার চাহনিতে কাছে আসবে সুখ।
শরৎ বিদায়ে হেমন্ত ও শীতের আমন্ত্রণে আসবে বসন্ত
যেখানে সবুজে এসে ভরে যাবে প্রকৃতির সমারোহ
শুদ্ধ রজনীতে আসবে স্নিগ্ধতার সামিয়ানা
পূর্ণফুলে বসবে ভ্রমর।