মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাফ আয়োজিত ‘বাণিজ্য মেলা ও ঈদ বাজার’ সম্পন্ন




নিজস্ব প্রতিবেদক:

সলিডারিতে আজি ফ্রান্সের (সাফ) আয়োজনে প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে ‘বাণিজ্য মেলা ও ঈদ বাজার’ সম্পন্ন হয়েছে। গত রবিবার (২৩ মার্চ) প্যারিসের প্রাণকেন্দ্র রিপাবলিক চত্বরে আয়োজিত মেলায় প্রবাসী বাংলাদেশীদের উপেচপড়া ভীড় ছিল।

পঞ্চম বারের মতো আয়োজিত এবারের মেলায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয়সব অনুষ্ঠানের আয়োজন ছিল। কুইজ প্রতিযোগিতা, খেলাসহ শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। মেলায় অংশগ্রহণকারী প্রবাসীদের পদচারণায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

মেলার শুরুতে সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মেলার উদ্বোধন কার্যক্রম শুরু হয়। এই মেলার সবচাইতে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে নির্দিষ্ট করে বিশেষ কোনো অতিথি নেই, বরং সকল সদস্যই অতিথি  এবং যেটা সচরাচর  এসব ক্ষেত্রে খুব কমই পরিলক্ষিত হয়।

সকাল ১০ টা থেকেই মেলার সকল অংশগ্রহণকারীর আগমনের মধ্য দিয়ে পুরো রিপাবলিক চত্বর কানায় কানায় পরিপূর্ণ ও মুখরিত হয়ে ওঠে।

মেলায় আগত দর্শনার্থীদের একজন নিশাত নওরিন। তিনি বর্তমানে একজন গৃহিণী। দুই সন্তান ও স্বামী সহ প্যারিসে আছেন আজ প্রায় এক যুগ হয়েছে, তিনি জানান প্রথমবারের মতো তিনি এই মেলায় অংশগ্রহণ করেন। দূর প্রবাসে পরিবার ছেড়ে মাঝে মাঝে অনেক বিষন্নতায় ভোগেন। একসাথে এত বাঙালির মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে নিজের আনন্দময় অভিব্যক্তি প্রকাশ করেন এবং প্রতিবার অংশগ্রহণের দৃঢ় আশা ব্যক্ত করেন।

মেলায় অংশগ্রহণকারী আরেকজন তরুণ দর্শনার্থী অর্পিতা ঘোষ, এই নিয়ে দ্বিতীয় বারের মতো তিনি মেলায় অংশগ্রহণ করলেন বলে জানান। এর আগে একবার অংশগ্রহণ করে তিনি এতটাই আনন্দিত ছিল যে দ্বিতীয়বার অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখতে পারেননি।

রাদিয়া তাহমিম নামের মেলায় অংশগ্রহণকারী একজন  জানান তিনি সাফ কর্তৃক আয়োজিত ঈদ মেলার নিয়মিত একজন দর্শনার্থী। প্রতিবছর এই মেলায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। মেলার প্রতিটা বিষয় তাকে ভীষণভাবে মুগ্ধ করে বলে জানান।

মেলার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক ছিল বিদেশীদের মাঝে আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরা। তারা আমাদের সংস্কৃতি এবং পোশাকের বিশেষ  প্রশংসা করেন।

মেলায় প্রায় পঞ্চাশের অধিক স্টল ছিল এবং সন্ধ্যা আটটায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শেষ হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: