নিজস্ব প্রতিবেদক:
নারীর আর্থিক স্বাধীনতা ও কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে নকশী বাংলা ফাউন্ডেশন আয়োজন করে “সেলাই প্রশিক্ষণের গুরুত্ব” শীর্ষক এক আলোচনা সভার।
গ্রীন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল (আম্বরখানা ব্রাঞ্চ)-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। ৮ কোটির বেশি নারীর হাত যদি দক্ষতার মাধ্যমে উৎপাদনে যুক্ত হয়, তাহলে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, “নকশী বাংলা ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে, তা সময়োপযোগী এবং জাতীয় অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা এম. এ. আলিম ও মুহাইমিন চৌধুরী, এবং ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্পেন প্রবাসী সিদ্দিকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রোটা: মাজহারুল ইসলাম জয়নাল।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সাহিত্য সম্পাদক পলিনা রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক হাবিবুর রহমান।
সভায় জানানো হয়, “স্বাবলম্বী প্রকল্প”-এর আওতায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৩০ জন নারী বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করছেন, যা তাঁদের আত্মনির্ভরতার পথে একটি বাস্তব পদক্ষেপ।
নকশী বাংলা ফাউন্ডেশনের এই প্রচেষ্টা নারীর ক্ষমতায়নে একটি দৃষ্টান্ত হয়ে উঠছে।