মো. সরওয়ার হোসেন সৌরভঃ
সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ কে এর উদ্যেগে দক্ষিণ সুরমার সিলাম ৯ পাড়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও দুস্তদের মধ্যে ঈদ উপহার স্বরূপ ৫৩০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে চাল, আলু, পিয়াজ, তেল, ডাল, চানা, সেমাই, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রী প্রতিটি গ্রামের প্রতিনিধিদের মাধ্যমে পিকআপ ভ্যান যোগে তালিকাভূক্ত মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হয় ।
এর আগে সিলাম রিজেন্ট পার্কে সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান ইব্রাহিম আলী খন্দকার দলা, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, আখতারুজ্জামান নিজামী, শেখ গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শাহ হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও ট্রেজারার মুজিবুর রহমান মঞ্জু, জয়েন্ট সেক্রেটারী লাকী নিজামী দিলোয়ার আহমেদ, অর্গ্যানাইজেশন সেক্রেটারী আবেদ রাজা, এসিস্ট্যান্ট অর্গ্যানাইজেশন সেক্রেটারী নজরুল ইসলাম হান্নান, মেম্বার মুজাহিদ আলী, সুহেল খন্দকার, সুরমান আলী, ওয়াসিম বারী জুয়েল, শাহনাজ মিয়া শেহনাজ, নজরুল ইসলাম মাসুক, মাওলানা মুমিনুর রহমান, মোহাম্মদ জামান, শিবলু খন্দকার, শাহ রায়হান উদ্দিন, লোকমান আলী খন্দকার এর আর্থিক সহযোগিতায় এই প্রকল্প গ্রহন করা হয় । এছাড়াও এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করেছেন- আবুল হাসিম এনাম গনি (কুয়েত), হাজী লিয়াকত আলী (মিশিগান,আমেরিকা), মো রুমেল খন্দকার, জাফর ইকবাল মল্লিক (আমেরিকা), ইকবাল হোসেন সাবেক চেয়ারম্যান (কানাডা), মো ইমতাজ আহমদ লায়েক (ফ্রান্স), অাহমেদ সাদিক, আজিজুর রহমান (সৌদি আরব), আনসার বখস (সৌদি আরব), আবুল হোসেন (সৌদি আরব), মো শাহজাহান, শিপু আহমদ, ইকবাল মিয়া।
এছাড়াও সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ কে এর উদ্যোগে ট্রাস্টের চেয়ারম্যান ইব্রাহিম আলী খন্দকার ইতো মধ্যে সিলাম শাহী ঈদগাহ পূণ নির্মাণ কাজের জন্য ১০ লাখ টাকার চেক ও ১ লাখ টাকার নির্মাণ সামগ্রী ঈদগাহ কমিটির কাছে হস্তান্তর করেছেন । আরও ৩৫ লাখ টাকার কমিটমেন্ট দেয়া হয়েছে ।
শুক্রবার বাদ জোম্মা সিলাম রিজেন্ট পার্কে আয়োজিত খাদ্য সামগ্রী হস্তান্তর ও দোয়া মাহফিল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান নিজামীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন- সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- সিলাম জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি মুদাব্বির হোসেন, প্রবাসী আব্দুল হাসিম এনাম গনি, হাজী আব্দুল কাইয়্যুম মাস্টার, রাজনীতিবিদ হাজী তাজরুল ইসলাম তাজুল, সাজেন্ট(অব) আজিজুর রহমান গেদন, বাহার উদ্দিন, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, আবু সাঈদ জুবেরী সাদ, শামছুল আলম, আব্দুল হক মবশ্বির, শফিকুল ইসলাম, হাজী সাইফুল্লাহ, রুহেল খন্দকার,
টিটু মিয়া, মনিরুল ইসলাম তুরন, আল মামুন, শাহ টিপু সুলতান, শাহ ওলিদুর রহমান, আফজল হোসেন, শাহীনুল কবীর মাস্টার, আব্দুস শহীদ সারো, শফিকুর রহমান, মুহিবুর রহমান, তুহিন আহমদ, আহমদুর রহমান সাদিক, বাদশাহ মিয়া ।- প্রমুখ