মিজান মোহাম্মদ:
সিলেট জেলা মটর মেকানিক ইউনিয়ন চালিবন্দর শাখা আয়োজিত মহা দুর্যোগ করোনা কালে শাখার সকল সদস্যদের কাছে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাখা সভাপতি আবু হানিফ’র সভাপতিত্বে স্থানীয় চালিবন্দরে ১৬ মে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে মাধ্যমে বিভিন্ন উপহার সামগ্রী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রতন সিনহা, স্বপন ভৌমিক, সাধাররণ সম্পাদক সামছুজ্জামান বাবর, অজিত রায় ভজন, মোঃ ময়না মিয়া, হেলাল আহমদ, জুয়েল আহমদ, রজব আহমদ টিপু, শামীম আহমদ, মোঃ তাজউদ্দীন, আবুল হোসেন, লিয়াকত আলী, মোঃ আনোয়ার হোসেন, দিলোয়ার হোসেন, বিপ্লু আহমদ, কয়েস আহমদ, অরুন বৈদ্য, আব্দুল মুকিত, অরকুমার, জামাল উদ্দীন, দিলোয়ার প্রমুখ।