রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

মামুন সুলতান এর কবিতা ‘চোরাবালি’




চোরাবালি
মামুন সুলতান

মেঘে মেঘে জমে গেছে হাজার বছর
পায়ে পায়ে পার হচ্ছি পথের দুয়ার ক্লান্তিহীন
চোখের পৃষ্ঠায় নুয়ে পড়েছে পৃথিবী-বৃত্তান্ত
পৃষ্ঠা উল্টালেই দেখি খুন-পদাবলি জখম সমগ্র।

সময়ের চরে জেগে আছে রহস্যময় চোরাবালি
অতি চতুর প্রাণিরা ডুবে যায় রহস্যপুরীতে।

হালের সিনহাকে দ্যাখো
মেঘের পাহাড়ে নীল সমুদ্র নীরবে শুয়ে আছে
খুনিরা শেকল পায়ে গোগ্রাসে আদালত গিলে খায়
এই আদালত হোক সভ্যতার চোরাবালি
চারু-সভ্যতার ন্যায়দণ্ড।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: