সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ফায়সাল আইয়ূব-এর কবিতা ‘পরাধীন বন’




পরাধীন বন
ফায়সাল আইয়ূব

গদিতে রাবণ হলে কথারা বারণ
স্বাধীন স্বদেশ আজ পরাধীন বন
সে দেশ আমার নয়
যে দেশে প্রাণের ভয়
শিকারীর তীরে কাঁপে মানুষের মন।

০২
পরাধীন বনে কেউ নাগরিক নয়
শাদাভ ফসিল তারা গোরে পড়ে রয়
রাবণ ফসিলখোর
নাগরিক চায় ভোর
আলোকিত নাগরিকে রাবণের ভয়।

০৩
অস্থির দেশের লোক অসুস্থ হবেই
অসুস্থ লোকেরা নানা কুকামে রবেই
স্বস্তিতে সুস্বাস্থ্য জাতি
পীড়িতে শুধুই রাতি
রাত্তিরে হায়েনা হাতি কথা তো কবেই।

অক্টোবর ১২, ২০২০।। প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: