রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

সবচে কম টাকার জীবনযাপন যে শহরে…




ইন্টারন্যাশনাল ডেস্ক:

১৭৪টি শহরের ওপর জরিপ করে বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর একটি তালিকা করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এবছর এই তালিকায় দেখা গেছে, সবচেয়ে কম খরচে জীবনধারণ করা যায় সিরিয়ার দামাস্কাসে, তাদের অবস্থান ১৭৪ নম্বরেই।

সংস্থাটি থেকে পাওয়া জরিপের সংক্ষিপ্তসারে দেখা গেছে, সিরিয়ার পর ১৭২ নম্বরে আছে লিবিয়ার ত্রিপোলি, ১৭১ নম্বরে উজবেকিস্তানের তাশকেন্ট, ১৭০ নম্বরে তিউনিসিয়ার তুনিস এবং ১৬৯ নম্বরে স্থান পেয়েছে কাজাখস্তানের আলমাটি।

এছাড়াও জরিপে দেখা গেছে, এক লিটার পেট্রলের দাম সবচেয়ে বেশি হচ্ছে হংকংয়ে। সেখানে এই জ্বালানি বিকোচ্ছে দুই ডলার ৫১ সেন্ট প্রতি লিটার। অর্থাৎ বাংলাদেশি টাকায় হংকংয়ে এক লিটার পেট্রলের দাম পড়বে ২১৪ টাকা ৩৭ পয়সা।

এই তালিকার পরের চারটি স্থানে আছে নেদারল্যান্ডসের আমস্টারডাম, নরওয়ের অসলো, ইসরায়েলের তেল আবিব এবং জার্মানির হামবুর্গ। এসব শহরে পেট্রলের দাম যথাক্রমে ২ ডলার ১৮ সেন্ট, ২ ডলার ৬ সেন্ট, ২ ডলার এবং ১ ডলার ৯৮ সেন্ট।

 

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: