সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

খাজাঞ্চি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরশ আলী গণীর সমর্থনে প্যারিসে নির্বাচনী প্রচারণা সভা




 


ফ্রান্স থেকে এ,কে,মামুন জানান:

গত তেইশ জানুয়ারি রবিবার প্যা‌রিসের এক অভিজাত রেস্টু‌রেন্টে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের প্রবাসিদের আয়োজনে চেয়ারম্যান পদপ্রার্থী ‘আরশ আলী গণীর ‘ নৌকা মার্কা সমর্থনে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে ৷
উক্ত মতবিনিময় সভায় , আশিক মিয়ার সভাপতিত্বে, মো : আবু তারেকের পরিচালনায় ,
সিলেট ( 2) বিশ্বনাথ আসনের সাবেক সংসদ সদস্য
শফিকুর রহমান ও চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী গণী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ফ্রান্সের আহবায়ক কামাল আহমেদ (মান্নান) , বি‌শেষ অতিথি প্যা‌রিস মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ট্রাস্টের সদস্য সচিব আব্দুল ম‌তিন, প্রার্থীর ভাই আনফর আলী গণী , শাহীন আহমেদ ,শিপন মিয়া ,সুমন, নাজির আহমদ, আবুল লেইছ, দুলাল মিয়া, জয়নাল, মোহাম্মদ আলী রুবেল, বদরুল ইসলাম, সোহেল আহমেদ, রাহাত, জাহেদ,তারেক সুমন,আব্দুল আলি, রুবেল,সামসুল ইসলাম, নজির, আহাদ,জনি, ফেরদৌস, আরিফ,আশরাফ,জামিল,ফারুক প্রমূখ। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রার্থীর ভাতিজা আশরাফ গণী, ৷
সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর খাজাঞ্চি ইউনিয়নের ফ্রান্সে বসবাসরত সকল প্রবাসীরা। উপস্থিত সবাই একত্রিত হয়ে নৌকা প্রতিক ও আরশ আলীকে যোগ্য ব্যাক্তি হিসাবে জয়যুক্ত করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও রত্নগর্ভ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে আরশ আলী গণি ভাইকে জয়যুক্ত করতে আহবান জানান
, ,প্রায় সহ 2 শতাধিক সমর্থিতদের উপস্থিততে সবাই একত্রিত হয়ে নৌকা প্রতিক ও আরশ আলীকে যোগ্য ব্যাক্তি হিসাবে জয়যুক্ত করার আহ্বান জানান সবার কাছে ৷

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: