মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে প্রথমবারের মতো একক গজল সন্ধ্যা




নিজস্ব প্রতিবেদক:

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশি কোনো গজলশিল্পীর একক গজল সন্ধ্যা। রবিবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এই ঐতিহাসিক আসরে গজল পরিবেশন করেন বাংলাদেশের বরেণ্য গজলশিল্পী আরিফুল ইসলাম মিঠু।

প্রায় দুই ঘণ্টা ধরে তাঁর মোহময়ী কণ্ঠে পরিবেশিত একের পর এক জনপ্রিয় গান ও গজলে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন অনুভব চ্যাটার্জি।

অনুষ্ঠানের আয়োজন করে ছড়াভিত্তিক লিটলম্যাগ ‘ছড়াকর্ম’ ও সাহিত্যপত্রিকা ‘উচ্ছল’। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন উভয় পত্রিকার সম্পাদক, বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক কবি লোকমান আপন।

গান পরিবেশনের পর নিজের অনুভূতি প্রকাশ করে আরিফুল ইসলাম মিঠু বলেন, “স্বপ্নের শহর প্যারিসে এসে এতো শ্রোতার ভালোবাসা পাবো কল্পনাও করিনি। তাঁদের সামনে গান পরিবেশন করতে পেরে আমি সত্যিই ধন্য। এই সফর আমার ইউরোপ ট্যুরকে আরও সার্থক করেছে।” তিনি আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মূল উদ্যোক্তা কবি লোকমান আপন বলেন, “মিঠু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় বহু বছরের। সেই সম্পর্কের টানে তিনি প্যারিসে এসে কণ্ঠের জাদুতে আমাদের সবাইকে মুগ্ধ করেছেন। এই আয়োজনে সহযোগিতা করায় তিনি শুভ্রত শুভ, স্পেন প্রবাসী মাসুদ কামালসহ প্যারিসের সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ জানান।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রত ভট্টাচার্য শুভ বলেন, “প্যারিসে গজল সন্ধ্যার এ আয়োজন আমাদের প্রবাসী সংস্কৃতিচর্চায় এক নতুন মাত্রা যোগ করেছে। গজলের মতো শ্রুতিমধুর ধারাকে প্রবাসে পরিচিত করা ও প্রতিষ্ঠা করার জন্য এমন আয়োজন খুবই জরুরি। আরিফুল ইসলাম মিঠু তার অসাধারণ পরিবেশনার মাধ্যমে আমাদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দিয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত আবৃত্তিশিল্পী মুনির কাদের বলেন, “প্যারিসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গজলশিল্পীর একক গজল সন্ধ্যা সত্যিই এক অনন্য আয়োজন। আরিফুল ইসলাম মিঠুর মতো বড় একজন শিল্পীর গান সরাসরি শোনা আমাদের জন্য আনন্দের অভিজ্ঞতা।”

সুধীসমাজের সক্রিয় সহযোগিতা ও ব্যাপক উপস্থিতিতে প্যারিসে অনুষ্ঠিত এই গজল সন্ধ্যা হয়ে উঠে স্মরণীয় এক আয়োজন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: