মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আইএসের সেকেন্ড-ইন-কমান্ড হায়ালি নিহত




স্টাফ রিপোর্টার,
670
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট (আইএসআইএল)-এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন। বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র নেড প্রাইস বলেন, ফাহদিল আহমাদ আল-হায়ালি, যিনি হাজি মুয়াতাজ নামেও পরিচিত, তিনি গত ১৮ই আগস্ট মার্কিন সামরিক বাহিনীর এক বিমান হামলায় নিহত হন। ইরাকের মসুল শহরের কাছে তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। প্রাইস বলেন, তার মৃত্যু আইএসআইলের কর্মকা-ে বিরূপ প্রভাব ফেলবে। অর্থায়ন, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এবং রসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ ও বন্টনের মতো বিষয়গুলো দেখাশোনা করতেন তিনি। অস্ত্র, বিস্ফোরক, যানবাহন সরবরাহ ও বন্টন এবং ইরাক ও সিরিয়ায় আইএস সদস্যদের পাঠানোর ব্যাপারে ‘প্রধান সমন্বয়ক’ ছিলেন হায়ালি। তিনি ইরাকে আইএসের কর্মকা- পরিচালনার দায়িত্বে ছিলেন। গত বছর জুনে মসুলে আইএস যে হামলা চালায়, সে হামলার পরিকল্পনায় সহযোগিতা করেছিলেন তিনি। ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন হায়ালি। তার মৃত্যু আইএসের জন্য বড় আঘাত এবং তা সংগঠনটিকে দুর্বল করে দেবে বলে মনে করা হচ্ছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: