সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটেনে মানবপাচার: লরির ভেতর থেকে ১৩ জন উদ্ধার




লন্ডনের এ৪৫ রোডে ম্যানগ্রোভ সার্ভিস ষ্টেশনে পুলিশী তল্লাশির সময়ে লরির ভিতরে ১৩ জন লোককে পুলিশ উদ্ধার করেছে।

২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উদ্ধারকালে লরির পেছনে ইনস্যুলেশন অভাব আর অতিরিক্ত হিটের কারণে তাদের অবস্থা শোচনীয় ছিলো। তিন জনের অবস্থা সংকটা পন্ন থাকায় সঙ্গে সঙ্গে এয়ার এম্বুলেন্সে করে ওয়ারউইক শায়ার হাসপাতালে পাঠানো হয়। বাকী ১০ জন সহ ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা যায়, লরি ড্রাইভার রোমানিয়া থেকে এই ১৩ জনকে ব্রিটেনে মানবপাচার করছিলো। এদের মধ্যে ৮ বছরের এক ছেলেও রয়েছে। বাকীদের বয়স ১৫ থেকে ৩৯ বছরের মধ্যে।

ড্রাইভারকে মানব পাচারের সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বর্ডার এজেন্সিকে পুলিশ সঙ্গে সঙ্গে অবহিতও করেছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: