ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক থেকে করোনা রোগের উপসর্গ দেখা দেওয়ায় কভিড-১৯ পরিক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব ঢাকার আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) এ পাঠানো দুই যুবকের রিপোর্ট নেগেটিভ এসেছে।
অর্থাৎ তাদের শরীরে কভিড-১৯ এর ভাইরাস নেই বলে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী।
এছাড়া আজ রবিবার আরো একজন নতুন রোগির উপসর্গ দেখা দেওয়ায় পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।