গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১ জন কোভিড-১৯ সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। আর নতুন করে মৃত্যু হয়েছে আরো ৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৭ জন। আক্রান্তদের অধিকাংশই ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া ১৫ জন নারায়ণগঞ্জের, একজন কুমিল্লার, একজন কেরানীগঞ্জের এবং একজন চট্টগ্রামের। আক্রান্তের মধ্যে ২৮ জন পুরুষ, ১৩ জন নারী।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।
মৃত ব্যক্তিদের দুই জন ঢাকার এবং বাকিরা দেশের বিভিন্ন এলাকার। মৃতদের ৪ জন পুরুষ এবং একজন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৬০৬ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩২ জন।