দৈত্য দানব ২
লীগ করিলে শক্তি মেলে
চামচামিতে ভক্তি মেলে
সামান্যতেই নিরীহদের
চাইলেই যায় ভরা জেলে।
লীগ করিলে চাল মারা যায়
সামান্যতেই ফাল মারা যায়
দলের লেবেল লাগিয়ে গায়ে
সকল রকম মাল মারা যায়।
লীগ করিলে ত্রান মারা যায়
নিরীহদের প্রাণ মারা যায়
পাপিয়াদের নেত্রী করে
কচি মালের ঘ্রাণ মারা যায়।
লীগ করিলে তেল মারা যায়
সেনিটাইজার জেল মারা যায়
হত্যা গুম আর নির্যাতনে
বুকে কঠিন সেল মারা যায়।
দেখতে তারা হলেও মানব
বাস্তবে লীগ দৈত্য দানব।
প্যারিস, ফ্রান্স।